Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবানীগঞ্জ ইউনিয়নের ইতিহাস

ভবানীগঞ্জ ইউনিয়নের আজ পর্যন্ত কোন সঠিক ইতিহাস পাওয়া যায় নাই। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এক সময মেঘনা নদীর গর্ভে বিলন ছিল। জেগে উঠা চরঞ্চলে  বিভিন্ন বসত ভিটা তৈরী হয়। তার পর রানী ভবানী নামে একজন মহিলা এই ইউনিয়নের নাম করন করে থাকেন। নাম করন করার পর কিছু কিছু করে বসত বাড়ী এবং বিভিন্ন স্থান থেকে লোক জন এসে ঘর বাড়ী করে থাকে। ইউনিয়ন গন্য মান্য ব্যক্তি বর্গরা শিক্ষার জন্য স্কুল, কলেজ, তৈরী করে। তার এই এলাকায় সরকারী বেসরকারী ভাবে ব্যাংক, এনজিও, ভূমি অফিস, এসে এলাকার লোকজন ঋন নিয়ে নিজেরা সাভলম্বি হয়।